দ্রুত উইকেট হারানোকে দায়ী করছেন সরফরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে হেরে দুঃস্বপ্নের শুরু পেয়েছে পাকিস্তান দল। এই হারের পেছনে দ্রুত উইকেট হারানোকেই দায়ী করছেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ।
প্রথম ম্যাচে হারলেও, পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। এজন্য ইতিবাচক খেলা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন পাকিস্তান দলের অধিনায়ক।

‘ইংলিশ কন্ডিশনে আপনি যদি টসে হেরে যান, তাহলে ম্যাচ জেতা কঠিন। আমরা শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। এর কারণে আর ম্যাচে ফিরে আসতে পারিনি। এই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি, কিন্তু আমরা আশাবাদী যে পরবর্তী ম্যাচে ভালো খেলব। আর এই জন্য আমাদের ইতিবাচকভাবে খেলা দরকার।’
উইন্ডিজকে ১০৬ রানের লক্ষ্য দিলেও বল হাতে দ্রুত উইকেট ৩ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। সবকটি উইকেটই নিয়েছেন দলটির পেসার মোহাম্মদ আমির।
এই পেসারের ফর্মে ফেরা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে পাকিস্তান দলকে। আমিরের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। সামনের ম্যাচগুলোতে আমিরকেই এক্স ফ্যাক্টর ভাবছেন পাকিস্তান দলপতি।
'আমরা অবশ্যই ভালো বল করেছি। মোহাম্মদ আমির ফর্মে ফিরেছে দেখে ভালো লাগছে। আমরা জানি সে কি করতে পারে এবং আমাদের জন্য ভালো এটা আগামী ম্যাচগুলোর জন্য।'