আমরা বিশ্বকাপ জিততেই এসেছিঃ হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে উইন্ডিজ দল। উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার জানিয়েছেন এমন একটি শুরুর অপেক্ষাতেই ছিলেন তাঁরা।
তাছাড়া, বিশ্বকাপ জেতার জন্যই তাঁরা খেলতে এসেছে বলে জানালেন হোল্ডার। বাকি আসরে খেলাটা উপভোগ করতে চায় তাঁর দল। ভয়ডরহীন ক্রিকেট খেলে দলের সমর্থকদের গর্বিত করতে চায় তাঁরা।

‘আমরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চেয়েছিলাম। এই ম্যাচটির জন্য মুখিয়ে ছিলাম এবং তা ভালোভাবেই কেটে গেছে। অবশ্যই বিশ্বকাপ জিততে এসেছি। কিন্তু আমরা চাইবো খেলাটাকে উপভোগ করতে, ভয়ডরহীন ক্রিকেট খেলতে এবং দেশের সমর্থকদের গর্বিত করতে।'
ওশান থমাস, জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলের বোলিং তোপে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় সরফরাজ আহমেদের দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গেইলের হাফসেঞ্চুরিতে ২১৮ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে উইন্ডিজ।
মাত্র ২৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে উইন্ডিজের সেরা বোলার ওশান থমাস। ম্যাচ শেষে এই পেসারকে প্রসংসায় ভাসিয়েছেন উইন্ডিজ দলপতি। হোল্ডারের মতে থমাস একজন সত্যিকারের উইকেট শিকারি।
'ওশান থমাস একজন গতিময় তরুণ পেসার। আমরা জানি একটা সময় সে অনেক রান দিতে পারে কিন্তু সে একজন সত্যিকারের উইকেটশিকারি এবং এটা একটি বাজির মতো, যখন প্রয়োজন দলকে উইকেট এনে দেয়া।।’