আমরা জানি বাংলাদেশ কতটা ভালো খেলেঃ ডি কক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক মনে করেন বাংলাদেশ যথেষ্ঠ ভালো দল।
ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পাওয়া প্রোটিয়ারা বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। ইংল্যান্ড ম্যাচ থেকে ইতিবাচক ধারণা নিয়ে রবিবার টাইগারদের মোকাবেলা করতে চায় তাঁরা।

'এখন আমরা জানি, উইকেটে কি হয়েছিল। আমাদের এখন উন্নতি করা উচিত। কিন্তু বলতে চাই যে, বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো করতে চাই এবং আমরা জানি তাঁরা কতটা ভালো খেলে। তারাও ভালো দল। ইতিবাচক ধারণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।'
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ আসর শুরু করা দক্ষিণ আফ্রিকা এখানেই সব কিছুর শেষ দেখছে না। ভালো শুরু না পেলেও আত্মবিশ্বাস নিয়ে এই বিশ্ব আসর শেষ করতে চায় দলটি।
'এটা শুধুমাত্র শুরু। আমরা এমন ভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইনি। এখন দেখার বিষয় আমরা কিভাবে শেষ করি। সেই লক্ষ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি।'
আগামী রবিবার দ্যা ওভালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে প্রোটিয়ারা। সামর্থ্যের সেরাটা দিয়ে এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে দক্ষিণ আফ্রিকা দল।