অনুশীলনে ইনজুরিতে তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। লন্ডনে শুক্রবার অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন দেশসেরা এই ওপেনার।


আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। তামিমের ইনজুরি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলবে, তবে বিসিবি তামিমের ইনজুরির ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয় নি।


promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম একাদশে সুযোগ না পেলে কপাল খুলে যাবে আরেক ওপেনার লিটন দাসের, যিনি শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে তামিমের বদলী হিসেবে ইনিংসের সূচনা করেছেন। ৯০ বল খেলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন লিটন।


নিকট অতীতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে (বাংলাদেশ-শ্রীলংকা) ইনজুরিতে পড়েছিলেন তামিম। সেই ম্যাচে সুরাঙ্গা লাকমলের শর্ট পিচ বলে আঙুলে আঘাত পান তামিম। 


এজন্য রিটায়ার্ড হার্ট হয়ে হাসপাতালে যেতে হয় ড্যাশিং ওপেনারকে। এক্স-রে করে মাঠে ফেরার পর সেই ইনিংসে শেষ উইকেটে আবারও উইকেটে আসেন তামিম,যদিও ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না তিনি।


এরপরে অবশ্য এশিয়া কাপে আর খেলা হয়নি তামিমের। একই কারণে ঘরের মাঠে  জিম্বাবুয়ে সিরিজেও খেলেননি তামিম। এরপর উইন্ডিজ সিরিজের মাধ্যমেই পুনরায় ক্রিকেটে ফিরেছিলেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball