promotional_ad

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি দেখছেন ম্যাককালাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির আশঙ্কা করছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম। তাঁর মতামত টুর্নামেন্টে বাংলাদেশ মাত্র একটিতে জয়ের মুখ দেখতে পারে। এই একটি জয় টাইগাররা পেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে।


তবে দক্ষিণ আফ্রিকা, নিউজল্যান্ড, ইংল্যান্ড, উইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান , ভারত এবং পাকিস্তানের কাছে পাত্তাই পাবে না মাশরাফির দল বলে বিশ্বাস করছেন ম্যাককালাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিশ্বকাপ নিয়ে এই অনুমান করেন কিউই এই কিংবদন্তী ক্রিকেটার।  


যেখানে তিনি সবথেকে বেশি এগিয়ে রেখেছেন স্বাগতিক ইংল্যান্ডকে। ম্যাককালামের মতে মোট ৯টি ম্যাচের মধ্যে ৮টিতেই জয়ের দেখা পাবে ইংলিশরা। এরপর তাঁর ফেভারিটের তালিকায় আছে ভারত এবং অস্ট্রেলিয়া। কিউই উইকেটরক্ষকের অনুমান ভারতও জয় পাবে ৮ ম্যাচে।



promotional_ad

আর অস্ট্রেলিয়ার পক্ষে তাঁর মতামত মোট ৬টি ম্যাচে জয় পাবে তারা এবং ৩টিতে পরাজয় বরণ করে নিতে হবে তাদের। নিজ দেশ নিউজিল্যান্ডকেও অবশ্য খুব বেশি এগিয়ে রাখছেন না ম্যাককালাম। তাঁর অনুমান মোট ৫টি ম্যাচে জয় পাবে তাঁর দেশ। যেখানে পরাজিত হবে ৪টিতে।


এছাড়াও উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানও ৪টি ম্যাচে জয় পাবে বলে বিশ্বাস ম্যাককালামের। এই তিন দেশই ৪টি ম্যাচে পরাজিত হবে বলে মনে করছেন ম্যাককালাম। আর আফগানিস্তান ৯ ম্যাচের মধ্যে ২টিতে জয় পাবে এবং পরাজিত হবে ৭টিতে।


 




 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball