নির্বিঘ্নে মাঠে গড়াবে আজকের ম্যাচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান বনাম উইন্ডিজের মধ্যকার আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা তেমন থাকছে না। ফলে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে আজকের খেলা।
তবে আবহাওয়া রিপোর্ট বলছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আকাশে মেঘ থাকবে।

তবে বৃষ্টি না থাকলেও তাপমাত্রার তারতম্য দেখা যাবে সাদা দিন ব্যাপী। সকাল ৭টার সময় ট্রেন্টব্রিজের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী সেলসিয়াস। পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধি পাবে সেখানে।
এর আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। ভারী বর্ষণের কারণে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ভারত-বাংলাদেশ ম্যাচেও দেখা গিয়েছিল একই চিত্র। যদিও শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছিল সেই ম্যাচ।
উল্লেখ্য উইন্ডিজের বিপক্ষে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবে পাকিস্তান। তবে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজয়ের গ্লানি আজ সঙ্গী হচ্ছে তাদের। অপরদিকে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চারশ ঊর্ধ্ব রান করা ক্যারিবিয়ানরা থাকছে যথেষ্ট আত্মবিশ্বাসী।