জহিরের স্মৃতিতে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় সাবেক পেসার জহির খান মনে করেন, ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয় সহজ ছিল না ভারতের জন্য। ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে।
স্বভাবতই চাপ কাজ করছিল পুরো ভারতীয় শিবিরে। সেই পরাজয়ের স্মৃতি মাথায় রেখেই ২০১১ বিশ্বকাপে প্রতিপক্ষ বাংলাদেশের মোকাবেলা করেছিল ভারত এবং টাইগারদের হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিল তারা। চাপ উৎরে বাংলাদেশকে হারানো সেই ভারত পরবর্তীতে জিতে নিয়েছিল বিশ্বকাপও।

'২০১১ বিশ্বকাপের ম্যাচটি সহজ ছিল না। ২০০৭ সালে যা ঘটেছিল সেই স্মৃতি নিয়ে আমরা খেলেছিলাম পরের বিশ্বকাপে। ভিরু (শেহবাগ) ম্যাচটি শুরু হওয়ার আগে একটি বার্তা দিয়েছিল এবং সেই অনুযায়ীই সে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিল। আমার মনে আছে ভিরাটও সেঞ্চুরি পেয়েছিল সেই ম্যাচে।
'ম্যাচটির আউটফিল্ড অনেক দ্রুত ছিল এবং অনেক রান হয়েছিল। ৩৫০ এর বেশি রান করেছিলাম আমরা এবং হ্যাঁ আমরা জিততে পেরেছিলাম ম্যাচটিতে, তবে সেটি ছিল চাপ সম্বলিত ছিল,' বলেছেন সাবেক এই পেস তারকা।
সেই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৩৭০ রানের এভারেস্ট পুঁজি দাঁড়া করিয়েছিল মহেন্দ্রা সিং ধোনির দল। ব্যাট হাতে ১৪০ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বর্তমান অধিনায়ক ভিরাট কোহলিও। দারুণ সেই ম্যাচটির স্মৃতি এখনও জাজ্বল্যমান জহিরের মানসপটে।
উল্লেখ্য এবারের বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আর ভিরাট কোহলির ভারতও তাদের প্রথম ম্যাচ খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। আগামী ৫ই জুন সাউদাম্পটনে মুখোমুখি হবে দুই দল।