পাকিস্তানকে সবাই ভয় পাচ্ছেঃ সরফরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান দলকে বরাবরই বলা হয় আনপ্রেডিক্টেবল দল। এই আনপ্রেডিক্টেবল তকমাকে ইংল্যান্ড বিশ্বকাপে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ। সেই সঙ্গে অফ ফর্মে থাকা দলটিকে বিশ্বকাপে সবাই ভয় পাচ্ছে বলে দাবি তাঁর।
সাম্প্রতিক সময় দল হিসেবে খুবই হতাশাজনক পারফর্মেন্স করেছে পাকিস্তান। টানা ১০ ম্যাচের ১০টিতে হারার পাশাপাশি প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও পরাজিত হয়েছে তারা।

তাই সবমিলিয়ে ব্যাকফুটে আছে দলটি। কিন্তু দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ ইতিবাচক মনোভাবেই ছিলেন। তিনি বলেন,
'আনপ্রেডিক্টেবল হওয়া খারাপ কিছু নয়, আমার তো মনে হয় সব দলই পাকিস্তানকে ভয় পাচ্ছে। দিন শেষে পাকিস্তান খুব ভয়ঙ্কর দল।
'তাই বিশ্বকাপের মঞ্চে আনপ্রেডিক্টবল দল হিসেবে থাকা ইতিবাচক, এটা ফলাফলের উপর অনেক প্রভাব ফেলবে।'
উল্লেখ্য আজ ওয়েস্ট উইন্ডিজদের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।