বাংলাদেশের ম্যাচে চোখ দক্ষিণ আফ্রিকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোখ দক্ষিণ আফ্রিকার। দলের কোচ ফাফ ডু প্লেসিসের চাওয়া সব ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো। তাই এই হার পেছনে ফেলে পরের ম্যাচে মনোযোগ দিতে চায় প্রোটিয়ারা।
ইংল্যান্ডের কাছে তিন বিভাগেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। দলের এমন হার অবশ্যই আত্মবিশ্বাসে কিছুটা হলেও প্রভাব ফেলেছে। তাই দ্রুত এখান থেকে বের হতে চান দলপতি ফাফ ডু প্লেসিস।

এক ম্যাচ হারলেও হাতে থাকা বাকি ৮টা ম্যাচকেই গুরুত্বের সাথে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে দলের পারফর্মেন্সে হতাশ হয়েছেন সকলেই। সব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় দলটি।
'আগের ম্যাচের নেতিবাচক দিক ভুলে পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। এটা লীগ টুর্নামেন্ট। সব মনোযোগ সেখানে দিতে হবে। সবার জন্য প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ।
'আমরা আমাদের পারফর্মেন্সে হতাশ এখন এসব ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে চাই। কারণ পরের ম্যাচে আপনাকে নিশ্চিত করতে হবে যেন ভালো ক্রিকেট খেলি।'
২জুন বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে এই ম্যাচে ডেল স্টেইনকে পাচ্ছেনা দলটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।