পরিণত মানসিকতায় সফল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক ইংল্যান্ড। দলের এমন জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক ইয়ন মরগান, শেষ দুই বছরে ধারাবাহিক পারফর্মেন্স এবং পরিণত মানসিকতাকেই এই জয়ের মূল কারণ হিসেবে মানছেন তিনি।
দলীয় নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারালেও জয়ের পেছনে মূল নায়ক ছিলেন অলরাউন্ডার বেন স্টোকস। ব্যাট হাতে ৮৯ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ২ উইকেট। এছাড়া জোফরা আর্চারের শিকার ৩ উইকেট।

সেই সঙ্গে দলের ফিল্ডিং ছিল নজরকাড়া। সব মিলিয়ে দলের সবাইকে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ দলপতি। পুরস্কার বিতরণী অনুস্থানে মরগান জানান,
'দলের সকলের পারফর্মেন্সে আমি অনেক আনন্দিত। যে পরিণত মানসিকতা এবং স্মার্ট আমরা খেলেছি এতেই প্রমাণ পায় বিগত দুই বছর ধরে আমরা কেমন ধারাবাহিক পারফর্ম করছি।
'স্টোকস অনেক দারুণ খেলেছে, আজ তাঁর দিন ছিল, তাঁর মত ম্যাচউইয়ার দলে থাকা ভাগ্যের ব্যাপার। আর এমন মন্থর উইকেটে আর্চার যে পেস এবং লাইন লেন্থে বোলিং করেছে দারুণ ছিল। দারুণ ভাবে ক্যারিয়ার শুরু করেছে সে।
'ফিল্ডিংয়েও আমি অনেক প্রভাবিত হয়েছি। সবসময় এমন দিন জাবেনা আমাদের। ফিল্ডিংয়ে পরীক্ষানিরীক্ষা চালানো চিন্তা ভাবনায় আছি আমরা।'