promotional_ad

ভাগ্য বদলাতে চায় পাকিস্তান, আত্মবিশ্বাসের তুঙ্গে উইন্ডিজরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা ১০ ওয়ানডেতে হারের পর প্রস্তুতি ম্যাচেও পরাজয়ের মুখ দেখেছে পাকিস্তান। বিশ্বকাপের আগে টানা এতোগুলো হার দলের মনোভাবে বড় প্রভাব ফেলেছে। কিন্তু আনপ্রেডিক্টেবল খ্যাত দলটির ক্ষমতা সম্পর্কে ধারণা আছে সকলের। তাই বিশ্বকাপে পিছিয়ে থেকেও শিরোপার স্বপ্ন দেখছে পাকিস্তান।


তাঁদের বিশ্বকাপ স্বপ্নযাত্রায় প্রথম বাঁধা হতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের কাছে হারলেও প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে দলটি। যেকোন সময় ম্যাচের মোড় পাল্টে দেয়ার ক্ষমতা রাখা এই দলটিকে এবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামছে।


বিশ্বকাপে বড় কিছু অর্জনের প্রত্যাশা নিয়ে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। নটিংহ্যামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 


নিজেদের প্রথম ম্যাচ হওয়ায় ম্যাচটিকে হালকা ভাবে নিচ্ছেন না দুই দলের অধিনায়কই। যেকারণে জয়ের চিন্তা ছাড়া অন্যকিছু ভাবছেনা তাঁরা। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব।



promotional_ad

সাম্প্রতিক সময়ের ফর্ম বিচার করলে অবশ্য পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজরা। সেই সঙ্গে দলে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং এভিন লুইসদের মত ক্রিকেটাররা আছেন ম্যাচের ভাগ্য বদলে দেয়ার জন্য। 


বোলিং খানিকটা দুর্বল হলেও নিজেদের দিনে যে কাওকেই হারিয়ে দেয়ার ক্ষমতা রাখেন ক্যারিবিয়ানরা। যেকারণে তাঁদেরকে হালকা ভাবে নিলে সব থেকে বোকামি করলে যেকোন দল।


অন্যদিকে অভিজ্ঞ এবং তারুণ্যের মিশ্রণে দল সাজিয়েছে পাকিস্তান। শোয়েব মালিক-মোহাম্মাদ হাফিজদের মত অভিজ্ঞদের সাথে আছেন বাবর আজম-শাদাব খানদের মত ম্যাচ উইনাররা।


তাই সাম্প্রতিক ফর্ম বিচার করে পাকিস্তানকে হালকা করে নিলে বড় ভুল হবে যেকোন দলের জন্য। সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে বিগত কয়েকবছরের ফর্ম আত্মবিশ্বাস দিবে পাকিস্তানকে। 


তবে দলের টপ অর্ডার বর্তমান সময়ে পাকিস্তানের সব থেকে বড় শক্তি। বোলিং নিয়ে দুশ্চিন্তায় থাকলেও মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজের অন্তর্ভুক্তি কিছুটা হলেও শক্তি বাড়িয়েছে পাকিস্তানের।



দল সাজাতে গেলে ৬ ব্যাটসম্যান এবং ৫ বোলার নিয়ে মাঠে নামতে চাইবেন অধিনায়ক সরফরাজ আহমেদ। দলের মধ্যে সবার নজরে থাকবেন মোহাম্মাদ আমির। অন্যদিকে উইন্ডিজরা ব্যাটিংয়ে বেশী নির্ভরশীল হওয়ায় ৭ ব্যাটসম্যান একাদশে রাখতে পারেন। তাঁদের পক্ষ থেকে নজরে থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ।


পাকিস্তান সম্ভাব্য একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি/ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মাদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি। 


ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ এভিন লুইস, ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, কিমার রোচ, শেলডন কট্রেল, জেসন হোল্ডার (অধিনায়ক)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball