বিসিবিতে আগুন

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আজ বৃহস্পতিবার বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। কারণ মিরপুরের বিসিবি কার্যালয়ে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছিল।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। অপ্রত্যাশিত এই ঘটনায় বিসিবি চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎক্ষণাৎ সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
বিসিবির পাওয়া তথ্য মতে আগুনে কিছু কাগজ পুড়ে যাওয়া ছাড়া আর বড় বিপদ হয়নি। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,
'সম্ভবত আগুনটি লেগেছিল এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকে এবং আমরা দেখেছি বেশ কিছু ধোঁয়া ঘর থেকে বের হয়ে আসছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে আসেএবং আগুনের নিয়ন্ত্রণ নেয়।'