টস ভাগ্যে জয়ী ফাফ ডু প্লেসিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ পর্দা উঠতে যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ইংল্যান্ড।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে ইতিমধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়???ছেন দক্ষিণ আফ্রিকা দলপতি ফাফ ডু প্লেসিস।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট / মার্ক উড, জোফরা আর্চার এবং আদিল রশিদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, অ্যান্ডি ফেহলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, এবং ইমরান তাহির।