promotional_ad

পরিসংখ্যানের আলোয় দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামার আগে জয়ের সংখ্যার দিক থেকে এগিয়ে থাকছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৫৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে প্রোটিয়ারা। 


যেখানে ২৯টিতে জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংলিশরা পেয়েছে ২৬টিতে। আর ৩টি ম্যাচে কোনও ফলাফল আসেনি ও একটি ম্যাচ টাইয়ের মুখ দেখেছিল। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৯৯ রান। 



promotional_ad

২০১৬ সালে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে এই রান সংগ্রহ করেছিল ইংলিশরা। অপরদিকে প্রোটিয়াদের সর্বোচ্চ রান ছিল ৩৫৪। ২০০৯ সালে কেপটাউনে ৬ উইকেটে এই পুঁজি দাঁড়া করিয়েছিল স্বাগতিকরা। 


এদিকে দলীয় সর্বনিম্ন স্কোরটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ৮৩ রানে অলআউট হয়েছিল তারা। আর ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোরটি ছিল ১০৩ রানের। ওভালে ১৯৯৯ সালে ১০ উইকেটে এই রান করেছিল ইংলিশরা।


ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ জ্যাকস ক্যালিসের। ১০৫৪ রান সংগ্রহ করেছিলেন এই প্রোটিয়া। আর ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান কেভিন পিটারসনের। তাঁর সংগ্রহ ছিল ৬৪৬ রান। 



এছাড়াও ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন ড্যারেন গফ। ৫১ উইকেট নিয়েছেন তিনি প্রোটিয়াদের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকার হয়ে ৪০ উইকেট নিয়েছেন সাবেক পেস তারকা শন পোলক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball