যুবরাজ হ্যারির স্লেজিংয়ের শিকার ফিঞ্চ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ শুরু হওয়ার আগে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করতে গিয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেখানে যুবরাজ হ্যারির স্লেজিংয়ের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
খুব বেশিদিন হয়নি অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব পেয়েছেন ফিঞ্চ। গত বছরের অক্টোবরে টিম পেইনের পরিবর্তে ৩২ বছর বয়সী ফিঞ্চের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিল অজি ক্রিকেট বোর্ড।

তাঁর অধীনে এখন পর্যন্ত মোট ১৭টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, যেখানে তারা জয় পেয়েছে ৯টিতে আর পরাজিত হয়েছে ৮টি ম্যাচে। বেশিদিন দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা না থাকায় ফিঞ্চকে নিয়ে ইংল্যান্ডর যুবরাজ মজা করেছেন। তিনি বলেছেন,'তুমি তো অনেক দিন খেলছো তাই না? তো কতদিন ধরে খেলছো?'
ফিঞ্চের পাশাপাশি শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুরাত্নেকেে নিয়েও মন্তব্য করেছেন যুবরাজ হ্যারি। ক্রিকেট খেলাটিকে উপভোগ করার পরামর্শ দিয়ে করুনারত্নেকে তিনি বলেছেন,
'খেলাটি উপভোগ করো, আর যদি তুমি উপভোগ করতে না পারো তাহলে হয়তো এখানে থাকতে পারবে না।'
আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।