বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচেই বৃষ্টির বাঁধা!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ পর্দা উঠতে যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচেই বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচে বেশ কয়েকবার বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এমনকি বেলা দুইটা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

দুপুরের পর রোদ উঠার সম্ভাবনা থাকলেও নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। আবার বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচটিতে।
যেকারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতি বড় ভূমিকা পালন করতে পারে ম্যাচটিতে। সেই সঙ্গে ওভার কমিয়েও ম্যাচ পরিচালনা করা হতে পারে উদ্বোধনী ম্যাচেই।
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলোতে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এই কারণে পরিত্যক্তও হয়েছিল।
ভারত-বাংলাদেশ ম্যাচেও দেখা গিয়েছিল একই চিত্র। যেকারণে ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।