বিশ্বকাপে সেরা দশে মাশরাফি-সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপের। এবারের আসরে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবারের বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তারকা লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ২১৮ ম্যাচে তিনি শিকার করেছেন ৩২২ উইকেট।
এই তালিকার দুই নম্বরে আছেন মাশরাফি। ২০৯ ম্যাচ খেলে মাশরাফির দখলে রয়েছে ২৬৫ উইকেট। এই তালিকার তিন নম্বরে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

১৯৮ ম্যাচে তাঁর শিকার ২৪৯ উইকেট। চার নম্বরে আছেন প্রোটিয়া পেস তারকা ডেল স্টেইন। ১২৫ ম্যাচে তাঁর শিকার রয়েছে ১৯৬ উইকেট। ১৩৯ ম্যাচে ১৮৫ উইকেট শিকার করে পাঁচ নম্বরে কিউই পেসার টিম সাউদি।
ছয় আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। ১৫১ ম্যাচে তিনি ১৭১ উইকেট শিকার করেছেন। সাত নম্বরে থিসারা পেরেরা। এই পেস বোলিং অলরাউন্ডার ১৫৪ ম্যাচে বল হাতে নিয়েছেন ১৭০ উইকেট।
বোলিং ছেড়ে পুরোদস্তর ব্যাটসম্যান বনে যাওয়া ক্রিস গেইলও এই তালিকায় আছেন। ২৮৯ ম্যাচে স্পিন বোলিংয়ে ১৬৫ উইকেট উইকেট নিয়ে আট নম্বরে রয়েছেন তিনি।
নয় নম্বরে রয়েছেন প্রোটিয়া তারকা লেগ স্পিনার ইমরান তাহির। ৯৮ ম্যাচে তিনি ১৬২ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ২৮৪ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে দশ নম্বরে রয়েছেন।