promotional_ad

চোট নিয়েই প্রোটিয়াদের মোকাবেলা করবেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি আবারও এই চোটে পড়েছেন। তবে, চোটের অবস্থা যাই হোক, আগামী ২ জুন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলার ব্যাপারে আশাবাদী তিনি।


আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেই ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মাশরাফি। সেই চোটের কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অনিশ্চিত ছিলেন তিনি।



promotional_ad

তবে সেই শঙ্কা কাটিয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি। নতুন বলে টানা দুই মেডেন দিয়ে ইনিংস শুরু করা মাশরাফি ভারতের বিপক্ষে টানা ৬ ওভারের স্পেল করেন। শেষ ওভারে আবারও হ্যামস্ট্রিংয় টান লাগে তাঁর।


ফলে মাঠ ছাড়তে বাধ্য হন। 'বিডিনিউজটুয়েন্টিফোরকে' মাশরাফি জানিয়েছেন চাইলে ৪-৫ ওভার পরেই থামতে পারতেন। তবে, প্রস্তুতির কথা ভেবেই ৬ ওভার বোলিং করেছেন তিনি।


'এসব ক্ষেত্রে আমার আসলে অনেক সময় সমস্যা হয় প্রথম ১-২ ওভার করতে। সেটুকু করতে পারলে পরে আর সমস্যা হয় না। আজকেও হচ্ছিল না। কিন্তু ষষ্ঠ ওভারে টান লেগে গেল। ৪-৫ ওভারে থামতে পারতাম। কিন্তু ওই সময় রোহিত ও কোহলি বেশ অস্থির হয়ে উঠছিল রানের জন্য, শট খেলতে চাচ্ছিল বারবার। মনে হলো, এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি।'



ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে মাশরাফির অবস্থা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ দলের ফিজিও তিহান চন্দ্রমোহন। এই চোটের কারণে মাশরাফি্র ৫-৬ দিনের বিশ্রাম নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।


তবে, বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হতে বাকি মাত্র ৩ দিন। এরই মধ্যে নিজেকে ফিট করে মাঠে নামতে চাইবেন মাশরাফি। পুরো ফিট না হলেও এই ম্যাচটি তিনি হাতছাড়া করতে চাইবেন না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball