ইনজামাম-আর্থারদের পাশে দাঁড়াচ্ছে পিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছে, পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম উল হককে বিশ্বকাপের পরই সরিয়ে দেয়া হচ্ছে। এই সংবাদটি অসত্য বলে জানিয়েছে পিসিবি।
এই সংবাদটিকে প্রত্যাখ্যান করে বুধবার একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁরা স্পষ্ট করে জানিয়েছে এই সংবাদের কোনো সত্যতা নেই।

বিশ্বকাপের পরই কোচ ও নির্বাচকদের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে। পিসিবির নামহীন এক কর্মকর্তার নাম দিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন বলেও দাবি পিসিবির।
বিবৃতিতে বলা হয়েছে, 'এই সময়ে সমগ্র দেশ এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তরা জাতীয় দলের পাশে আছে। এই রকম মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ ক্যাম্পে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি করছে।'
আপাতত বিশ্বকাপেই মনোনিবেশ করতে চায় পাকিস্তান। এই বিশ্ব আসরেও দলটির প্রধান নির্বাচক, কোচ ও সাপোর্টিং স্টাফদের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিসিবি।
'পিসিবি প্রধান নির্বাচক, কোচ এবং সাপোর্টিং স্টাফদের পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আসন্ন এই টুর্নামেন্টেও (বিশ্বকাপে) তা অব্যাহত থাকবে। পিসিবি এখনও দলের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে এখনও কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। আইসিসি বিশ্বকাপের পরই এগুলো নিয়ে আলোচনা করা হবে।'