সাকিব-তামিমদের বিকল্প নেইঃ বুলবুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলে সাকিব, তামিম, মুশফিক ও মাশরাফিদের বিকল্প এখনও তৈরি হয়নি বলে মনে করেন টাইগারদের ১৯৯৯ বিশ্বকাপের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সম্প্রতি 'দ্যা ক্রিকেটারকে' দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। বুলবুল জানিয়েছেন সাকিব-তামিমরা এখনও বাংলাদেশ দলকে এগিয়ে নিচ্ছে এবং দলের জয়ে অবদান রাখছে।

'সাকিব, তামিম, মুশফিক, মর্তুজার বিকল্প নেই তাদের কাছে। এটা বাংলাদেশের জন্য সমস্যা। কিন্তু একই সময়ে এই ছেলেরা দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাঁরা বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ জয়েই তাঁরা অবদান রেখেছে।'
নিজেদের দিনে বাংলাদেশ দল যে কাউকেই হারাতে পারে বলে মত দিয়েছেন বুলবুল। গত কয়েক বছরের ধারাবাহিক পারফর্মেন্সের কারণে টাইগারদের নিয়ে সবার উচ্চ প্রত্যাশা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
'তাদের দিনে, তাঁরা যে কাউকে হারাতে পারে। বাংলাদেশকে নিয়ে সবার প্রত্যাশা অনেক। সবাই বাংলাদেশের খেলা অনুসরণ করে এবং দলকে সমর্থন করে। দেশটি অনেক ছোটো তবে খেলাটিকে সবাই পছন্দ করে।'
বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আইসিসির ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন চীনে। সেখানে ক্রিকেট ছড়িয়ে দিতে কাজ করছেন তিনি।