promotional_ad

বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশঃ রমিজ রাজা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হার বিশ্বকাপের আগে তাঁদের জন্য বড় ধাক্কা, মনে করছেন ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা। 


বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বড় কিছু অর্জনের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। বল হাতে শুরুটাও ভালো করেছিল টাইগাররা, কিন্তু পরবর্তীতে লোকেশ রাহুল এবং মহেন্দ্র সিং ধোনির সামনে ম্যাচের নিয়ন্ত্রন হারিয়ে বসে মাশরাফি বাহিনী।


বিশ্বকাপের আগে এই ম্যাচে বাংলাদেশ যেসব ভুল করেছে সেগুলো শুধরে নেয়ার সুযোগ রয়েছে তাঁদের সামনে। মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতিটা মন মত হয় নি টাইগারদের দাবি রমিজের।



promotional_ad

'এশিয়ার অন্যতম শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টায় আছে বাংলাদেশ। ধাক্কা তো অবশ্যই খেয়েছে তাঁরা। ভারতের বিপক্ষে তাঁরা নিজেদেরকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সবসময়। তাঁদের অনেক যায়গায় উন্নতির প্রয়োজন আছে, এই ম্যাচের ভুলগুলো দ্রুত শুধরাতে হবে।


'ম্যাচটা তাঁদের মন মত হয় নি। প্রথম ১৫-২০ ওভার তাঁরা ভারতকে চাপে রেখেছিল, অনেক ভালো যায়গায় বোলিং করেছে। দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল তাঁদের এবং ফলাফলও ভালো পাচ্ছিল দলটি,' রমিজ রাজা।


এদিকে বাংলাদেশের স্পিনারদেরকে আরও ভালো করার পরামর্শ দিয়েছেন রমিজ। ইংল্যান্ডের কন্ডিশন স্পিনারদেরকে সফল হতে হলে বাড়তি পরিশ্রম করতে হবে বলে মনে করছেন তিনি।


'স্পিনাররা আসার পর পরই ম্যাচের নিয়ন্ত্রন তাঁদের হাত থেকে ছুটে যায়। তাঁদেরকে আরও কাজ করতে হবে স্পিনের সঙ্গে। 



'কারণ এশিয়ার কন্ডিশনের মত স্পিন তাঁরা এখানে পাবে না। তাঁদের হয়তো ভিন্ন লাইন লেন্থ বা ভেরিয়েশন চেষ্টা করতে হবে, তিনি আরও জানান'।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball