বিশ্বকাপে ৫০০'র লক্ষ্য ক্যারিবিয়ানদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে দল হিসেবে স্কোরবোর্ডে ৫০০ রান যোগ করার লক্ষ্য স্থির করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানো দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপের বিশ্বাস তাঁর দলের ক্ষমতা আছে এই মাইলফলক স্পর্শ করার।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫০ ওভার না খেলতে পারলেও ৪২১ রানের পুঁজি পেয়েছিল উইন্ডিজরা। সেই ম্যাচে শতক হাঁকিয়ে দলকে বড় স্কোর গড়তে সাহায্য করেছিলেন হোপ।

আন্তর্জাতিক ওয়ানডেতে এর আগে কোন দল ৫০০'র ঘরে পা দেইনি। ৫০০'র কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছিল ইংল্যান্ডকে। বেশ কয়েকবার ৪০০'র পুঁজি পেয়েছে ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মত দলগুলো। তাই এবার ৫০০'তে চোখ উইন্ডিজদের।
'অবশ্যই লক্ষ্যটা আমাদের মাথায় আছে আর যেকোন এক পর্যায়ে এসে আমরা এই লক্ষ্য পূরণ করার চেষ্টা করব।
'বিষয়টা সত্যি অসাধারণ হবে যদি প্রথম দল হিসেবে ওয়ানডেতে আমরা ৫০০ রান স্কোরবোর্ডে তুলেছি। আমার বিশ্বাস দলের ব্যাটিং ইউনিটের মধ্যে সেই ক্ষমতা আছে।'
৩১ তারিখ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজরা। টেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।