বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত স্টেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোটের কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনের। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত ডানহাতি এই পেসার।
উদ্বোধনী ম্যাচে স্টেইনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ অটিস গিবসন। ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ।

‘প্রথম ম্যাচে স্টেইনকে পাওয়া যাবে না। সে এখনো পুরোপুরি সুস্থ নয়। তাঁকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। আশা করছি বাংলাদেশের বিপক্ষে তাঁকে না পেলেও ভারতের সাথে তাঁকে পাবো আমরা', ওটিস গিবসস।
শ্রীলঙ্কার বিপক্ষে দলের প্রস্তুতি ম্যাচে ছিলেন না স্টেইন। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা দলের পুরো মাত্রায় অনুশীলনেও অংশ নেননি এই পেসার।
গেল মাসে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমেছিলেন স্টেইন। সেখানে নাথান কুল্টার নাইলের বদলি হিসেবে খেলতে গিয়ে মাত্র ২ ম্যাচ খেলেই ডান কাঁধের চোটে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হয় তাঁকে।
তাঁর বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয় শঙ্কা। আর সেই শঙ্কাই এবার সত্যি হয়ে দাঁড়াল। একই কারণে ২০১৬ সালের নভেম্বর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ই জুন বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ফাফ ডু প্লেসিসের দল।