promotional_ad

উইন্ডিজদের দারুণ প্রস্তুতি, লন্ডভন্ড নিউজিল্যান্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ে নামার আগে প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিউজিল্যান্ডকে পাত্তা দেয় নি জেসন হোল্ডারের দল। কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে ৯১ রানের জয় তুলে নিয়েছে তাঁরা।


বিশ্বকাপ শুরুর আগেই স্কোরবোর্ডে ৪০০ রানের পুঁজি তুলেছে ক্যারিবিয়ানরা। নির্ধারিত ৫০ ওভারের আগে অল আউট হলেও ৪২১ রানের বিশাল পুঁজি পায় গেইল-শাই হোপরা। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন শাই হোপ। ট্রেন্ট বোল্ট ৫০ রান দিয়ে নেন ৪ উইকেট।


৪২২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইরা ৩০০ রানের পুঁজি পেলেও ৪৭.২ ওভারে গুটিয়ে যায় ৩৩০ রানে। উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল করেন সর্বোচ্চ ১০৬ রান। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৮৬ রান। কার্লোস ব্রাথওয়েট ৭৫ রান দিয়ে নেন ৩ উইকেট।


এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে হেরে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা উদ্বোধনী জুটিতে ক্রিস গেইল এবং এভিন লুইসের ব্যাটে যোগ করে ৫৯ রান। 



promotional_ad

৩৬ রান করে গেইল বোল্টের বলে ফিরলেও তিন নম্বরে নামা শাই হোপের সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০'র উপর নিয়ে যান আরেক ওপেনার এভিন লুইস। অর্ধশতক তুলে নেন তিনি। কিন্তু তখনি জিমি নিশামকে উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘজরে ফেরেন এই ওপেনার।


এরপর বাকি ব্যাটসম্যানদের সঙ্গে জুটি গড়ে রানের চাকা সচল রাখেন হোপ। ড্যারেন ব্রাভো ২৫, শিমরন হেটমায়ার ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন হোপ। ১০৮ রান করে তিনি ফিরলেও  অধিনায়ক জেসন হোল্ডার এবং আন্দ্রে রাসেলের তান্ডব চালান কিউই বোলারদের উপর। 


৪৭ রান করা হোল্ডার ফিরলেও ঝড়ো ফিফটি তুলে নেন রাসেল। ২৫ বলে ৫৪ রান করে রাসেল বিদায় নিলেও অ্যাশলে নার্সের ৯ বলে ২১ রানের ইনিংসে ৪০০ রানের পুঁজি পায় উইন্ডিজরা। শেষের দিকে বোল্টের পেসে ৪ বল বাকি থাকতে ৪২১ রানে অল আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজ।


৪২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই মার্টিন গাপটিল, হেনরি নিকোলস এবং রস টেইলরকে হারিয়ে বসে কিউইররা। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন উইকেটরক্ষক টম ব্লান্ডেল। ফিফটি তুলে নেন কিউই দলপতি।


দুজনের ব্যাটে দলীয় ১৫০ পার করলেও ৮৫ রান করে রান আউটের ফাঁদে পড়েন উইলিয়ামসন। তবে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন এখনও ওয়ানডে অভিষেক না হওয়া ব্লান্ডেল। নিশাম ২০ রান করে ফিরে গেলে ১০৬ রান করা ব্লান্ডেলকে বিদায় করেন ব্রাথওয়েট। 



এরপর নিচের সারির ব্যাটসম্যানরা ছোট ছোট পুঁজি পেলেও ৩৩০ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ৯১ রানের দারুণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের জন্য বাড়তি আত্মবিশ্বাস লাভ করে জেসন হোল্ডারের দল।


সংক্ষিপ্ত স্কোরঃ


ওয়েস্ট উইন্ডিজঃ ৪২১ অল আউট (৪৯.২ ওভার) (শাই হোপ ১০৮, রাসেল ৫৪) (বোল্ট ৪/৫০)


নিউজিল্যান্ডঃ ৩৩০ অল আউট (৪৭.২ ওভার) (ব্লান্ডেল ১০৬, উইলিয়ামসন ৮৫) (ব্রাথওয়েট ৩/৭৫)   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball