ফের শুরু হয়েছে খেলা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের পূর্বে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল।
ইতিমধ্যে এই দুই দলের প্রস্তুতি ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টস ভাগ্যে জয়ী হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।

টসে জিতে বল করতে নামলেও দুই বল করতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। যেকারণে খানিকক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে খেলা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার কার্ডিফে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে।
এছাড়া পুরো দিনই কার্ডিফের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শঙ্কা রয়েছে বৃষ্টিরও। থেমে থেমে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশী। রোদ-বৃষ্টির লুকোচুরি পুরো ম্যাচ জুড়েই চলবে ধারণা করা হচ্ছে।
এর আগে বৃষ্টির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠেই নামা হয়নি বাংলাদেশের। ভিরাট কোহলির দলও ম্যাচে জয়ের মুখ দেখেনি। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের সামনে পাত্তাই পায় নি দলটি।