বাংলাদেশের বিপক্ষে সমাধানের খোঁজে ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় সমস্যা সমাধানের অপেক্ষায় আছে ভারতীয় দল। ব্যাটিং অর্ডারে ভারতীয় দল চার নম্বর পজিশনে কাকে পাকাপোক্ত করবে সেটা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে তাঁরা।
এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে চার নাম্বারে কে খেলবেন সেটা নিশ্চিত হতে চায় ভারত।এক পজিশনের জন্য অবশ্য দাবিদার রয়েছে ৩জন।

অলরাউন্ডার বিজয় শঙ্কর, লোকেশ রাহুল এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্ত্তিক। এই তিনজনকেই আজকের ম্যাচে পরীক্ষা করে দেখবে ভারত।
কেদার যাদব এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেন নি। শোনা যাচ্ছে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও কেদারের সার্ভিস পাবেন না অধিনায়ক কোহলি।
কেদারকেও বিকল্প হিসেবে পরিকল্পনা করার সুযোগ নেই তাঁদের সামনে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে চার নম্বর পজিশনের জন্য সমাধানের খোঁজে ভারত।
মঙ্গলবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারত এবং বাংলাদেশ।