promotional_ad

রাসেল-রাহি একই কাতারে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালের বিশ্বকাপের পর সবচেয়ে কম ম্যাচ খেলেও এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছেন ৮ ক্রিকেটার। যাদের মধ্যে আছেন বাংলাদেশের আবু জায়েদ রাহি।


২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন না রাহি। ২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেক হলেও তাঁর ওয়ানডে অভিষেক হয়েছে সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে। 


নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে আলো ছড়িয়ে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। যে কারণে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন তিনি। 



promotional_ad

এর আগে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার সময় আন্তর্জাতিক কোন ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না তাঁর। তাই মাত্র ২ ম্যাচ খেলেই বিশ্বকাপের মত বড় মঞ্চে অংশ নিচ্ছেন এই পেসার।  


এই তালিকায় আরও আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এক সময়ে উইন্ডিজ দলে নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ বিশ্বকাপেও দলের অন্যতম কান্ডারি ছিলেন।


কিন্তু বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে মাত্র ২ ম্যাচ খেলা এই অলরাউন্ডার আছেন উইন্ডিজদের এবারের বিশ্বকাপ দলেও। আরেক উইন্ডিজ নিকোলাস পুরান খেলেছেন মাত্র ১টি ওয়ানডে।


এই রেকর্ডে সবচেয়ে ভিন্ন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল। কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেই ২০১৯ বিশ্বকাপের দলে আছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে অভিষেকের অপেক্ষায় আছেন এই কিউই।



২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন দিমুথ করুনারত্নে। ৪ বছর কোন ওয়ানডে না খেলেই নির্বাচিত হয়েছেন বিশ্বকাপে লঙ্কানদের দলপতি।


সেই সঙ্গে বিশ্বকাপের পর মাত্র ১ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামছেন তিনি। তাঁর সঙ্গী জীবন মেন্ডিসও ১ ম্যাচ খেলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।


আফগানিস্তানের হামিদ হাসান, ইংল্যান্ডের লিয়াম ডওসন এবং জোফরা আর্চারের আছে ৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা। তবে জোফরার গল্পটা বাকিদের থেকে আলাদা। সদ্য অভিষেক হওয়া এই অলরাউন্ডার নিজেকে প্রমাণ করেই জায়গা বানিয়ে নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball