স্টইনিসের শিক্ষক মালিঙ্গা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে বোলিং বৈচিত্র্যের বিভিন্ন দিক সম্পর্কে দিক্ষা দিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। যে কোন বোলারকেই স্লোয়ার বলের গোপন রহস্য জানাতে প্রস্তুত মালিঙ্গা। তাঁর বিশ্বাস, এভাবেই ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে।
স্লোয়ার বল মালিঙ্গা বোলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র। বলা যায়, উইকেট তুলে নেয়ার সবচেয়ে ক্ষেত্রে তাঁর জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে স্লোয়ার। আইপিএলের ফাইনালে শেষ বলে স্লোয়ার বলেই শার্দুল ঠাকুরকে আউট করে মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা এনে দিয়েছিলেন মালিঙ্গা।

আইপিএল থাকাকালীন সময় থেকেই মালিঙ্গার কাছ থেকে স্লোয়ার বল করার পরামর্শ জানতে চেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা স্টইনিস। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর স্টইনিসকে সেই দিক্ষা দিয়েছেন মালিঙ্গা।
'সীমিত ওভারের ক্রিকেটে বোলিং বৈচিত্র্য অনেক গুরুত্বপূর্ণ। আইপিএলের সময় সে (স্টইনিস) জানতে চেয়েছে আমি কিভাবে এমন বল করি। আমি তাঁকে পরামর্শ দিতে চেয়েছি। এভাবেই ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে।
'যেই আমার কাছে শিখতে চাইবে আমি তাঁকে সাহায্য করব। আমি শিখাব কিভাবে স্লো বল করতে হয়, কোন পরিস্থিতিতে এটা ব্যবহার করতে হয় এবং কেন এই বল ব্যবহার করতে চাইবেন আপনি।'
মালিঙ্গা মনে করেন, বর্তমান ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা হলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একজন বোলারই। তাই বোলিংয়ের স্কিলটা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
'স্কিল সবার আগে, এরপর খেলাটি বুঝা। এই দুই জিনিস একজন বোলারকে ভালোভাবে করতে হবে। ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা, কিন্তু বোলাররা খেলার রূপ বদলে দিতে সক্ষম,' বলেছেন মালিঙ্গা।