ধোনির পাশে দাঁড়ালেন ওয়ার্ন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিশ্বকাপ দলে মহেন্দ্র সিং ধোনির থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে, এই প্রশ্নের মাঝেই ধোনি পাশে পাচ্ছেন সাবেক অজি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নকে।
তিনি মনে করেন ধোনি জানেন কখন তাঁর অবসর নেয়া উচিত। ব্যাট হাতে এখনও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। ওয়ার্নের বিশ্বাস সঠিক সময়েই অবসর নেবেন ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

'সে ভারতীয় দলের এক অসাধারণ সেবক। ভারতীয় ক্রিকেটকে সব কিছু দিয়েছে। আমি বিশ্বাস করতে পারি না, কিছু মানুষ ওকে নিয়ে প্রশ্ন তুলছে। তাঁরা ভাবছে ধোনির কী বিশ্বকাপে থাকা উচিত ছিল। ধোনি একমাত্র ব্যক্তি যে জানে তাঁর কখন অবসর নেওয়া উচিত। সেটা বিশ্বকাপের পরও হতে পারে আবার তার পাঁচ বছর পরেও হতে পারে। ও জানে সঠিক সময় কোনটা। ও যখন ইচ্ছা তখন অবসর নিতে পারে। সে এতটাই ভাল।'
গত বছরই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন ধোনি। ২০১৮ সালে দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। সেবছর দলের হয়ে ২০টি ওয়ানডে খেলে মাত্র ২৭৫ রান করতে পেরেছিলেন তিনি।
২০১৮ সালে তাঁর ব্যাটিং গড়টা ছিল মাত্র ২৫। ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেছিলেন তিনি। তবে, চলতি বছরের শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ধোনি। চলতি বছর তাঁর ব্যাটিং গড় ৮১.৭৫।
৩২৭ রান এসেছে ব্যাট থেকে। সর্বোচ্চ ৮৭ রানের ইনিংসও খেলেছেন তিনি। সদ্য সমাপ্ত আইপিএলে ফর্মের তুঙ্গে ছিলেন ধোনি। চোটের জন্য দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।
১২ ইনিংসে ব্যাট করে ৪১৬ রান করেছিলেন। গড় ছিল ৮৩.২০, আর স্ট্রাইক রেট ছিল ১৩৪.৬২। আসন্ন বিশ্বকাপেও ভারতের তুরুপের তাস হতে চলেছেন এই ধোনি।