উদ্বোধনী ম্যাচের একাদশ গঠন করাই কঠিনঃ মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ড। আসন্ন এই ম্যাচের একাদশ নির্বাচন করা অনেক কঠিন হবে বলে মনে করেন ইংল্যান্ড দলপতি ইয়ন মরগান।
সোমবার আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ইংল্যান্ড দল। জফরা আর্চার ও জো রুট ৩টি করে উইকেট নিয়ে আফগানদের ইনিংস থামিয়ে দিয়েছেন মাত্র ১৬১ রানে।

তাছাড়া, ব্যাট হাতে জেসন রয় ৮৯ ও জনি বেয়ারস্টো ৩৯ রান করে দলের জয়ে বড় অবদান রেখেছেন। দলের এই শীর্ষ খেলোয়াড়দের ফর্ম প্রোটিয়াদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের একাদশ গঠন করাই কঠিন করে দিয়েছে বলে মনে করেন মরগান।
'ছেলেরা দুর্দান্ত পারফর্মেন্স করেছে আজ। আফগানিস্তান শক্তিশালী প্রতিপক্ষ এবং আমরা এটার জন্য সতর্ক। দীর্ঘ পরিসরের এই প্রতিযোগীতায়, জায়গায় জন্য কঠিন লড়াই শুরু হয়েছে। একাদশ নির্বাচন করা অনেক কঠিন। আমাদের হাতে অনেক অপশন আছে এবং আশা করছি সেদিন আমরা সঠিক একাদশ বেঁছে নিতে পারবো।'
আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটই বড় জয় পেতে সাহায্য করেছে। বিশ্বকাপেও খেলার ধরণটা ধরে রাখতে চায় স্বাগতিকরা। তাছাড়া, প্রতিপক্ষের কথা ভেবে নিজদের দক্ষতা প্রয়োগ করবেন বলে জানিয়েছেন মরগান।
'জেসন রয় আবারও নিজের সাধারণ ফর্ম দেখিয়েছে। জনি বেয়ারস্টো ও বোলাররাও। আমরা যতটা সম্ভব আক্রমণাত্মক খেলতে চাই সবসময় এবং প্রতিপক্ষের কথা ভেবে আমাদের আরও দক্ষতার সাথে খেলতে হবে।'