বিশ্বকাপে নিজেকে প্রমাণের মিশনে সাইফউদ্দিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারের শুরুতে নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ফলে জাতীয় দলে আসা যাওয়ার মিছিলে ছিলেন তিনি।
তবে সময়ের সাথে নিজেকে বদলে নিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের আসরে ধারাবাহিক পারফর্মেন্স করে জাতীয় দলের অবিচ্ছিন্ন অংশ হয়ে উঠেছেন। বিশ্বকাপ দলেও আছেন। এবার এই বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান তিনি।

'শুরুতে নিজেকে হয়ত সেভাবে মেলে ধরতে পারি নাই। দিনে দিনে ডিপিএল থেকে জাতীয় দলে ভালো করার চেষ্টা করতেছি। বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে প্রমান করতে পারলে আরও ভালো লাগবে। অনেক ভালো মানের ব্যাটসম্যান এখানে ব্যাটিং করবে, তাই এখানে নিজেকে প্রমান করারও একটা ব্যাপার আছে।'
তবে ব্যাপারটি মোটেই সহজ নয় সেটা জানেন সাইফুদ্দিন। কারণ এখানে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরা খেলে থাকেন। তাই বল হাতে পারফর্ম করতে নিজের সেরাটা দিতে হবে। দলের প্রয়োজনে ব্যাট হাতেও পারফর্ম করতে চান এই পেস বোলিং অলরাউন্ডার।
সেই লক্ষ্যে জাতীয় দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সাথে কথা বলেছেন সাইফুদ্দিন। বিশ্বকাপে ব্যাটিংয়ের সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার জন্য নিজেকে তৈরি রাখছেন এই টাইগার অলরাউন্ডার।
'প্রতিটা ব্যাটিং সেশনে বাকি ব্যাটসম্যানদের যেভাবে নেটে সময় দেন কোচরা, আমি কিংবা মিরাজ শেষের দিকে ব্যাটিং করি। আমাদেরকেও একই সুযোগ দিচ্ছে। অবশ্যই দল আমাদের থেকে শেষের দিকে ২৫-৩০ রান চায়। যা দলের জন্য ভালো। যেহেতু ৪০ ওভারের পর ব্যাটিং করতে হতে পারে আমাদের, তখন পেসারদের মোকাবেলা করতে হয়। এই নিয়ে নিল ম্যাকেঞ্জির সাথে কথা বলি। শেষ সিরিজে ব্যাটিংয়ের সুযোগ পাই নাই। এখানে পেলেও পেতে পারি। তাই নিজেকে সেভাবে প্রস্তুত রাখছি সুযোগ কাজে লাগিয়ে দলের জন্য অবদান রাখতে।'