প্রতিপক্ষ ভারত বলেই উত্তেজিত সাইফুদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মঙ্গলবার বিশ্বকাপে নিজদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে প্রতিপক্ষ ভারত বলেই অনেক বেশি উত্তেজিত টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
সবশেষ এশিয়া কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সেবার ম্যাচের শেষ বলে ৩ উইকেটের জয় পেয়েছিল ভারত। এর আগে নিদাহাস ট্রফির ফাইনালেও শেষ বলে জয় পেয়েছিল ভারত।

তাই ভারতের বিপক্ষে এই ম্যাচ নিয়ে ??েশি উত্তেজনা কাজ করছে সাইফুদ্দিনের। আন্তর্জাতিক আঙিনায় ২ বছর কাটিয়ে ফেললেও এখনও ভারতের বিপক্ষে খেলা হয়নি তাঁর। এবার সেই আক্ষেপ পূরণের অপেক্ষায় সাইফুদ্দিন।
'আসলে আমরা ভারতের বিপক্ষে শেষ যতগুলো ম্যাচ খেলেছি একেবারে শেষে গিয়ে হেরেছি। যদিও আমি খেলিনি ভারতের বিপক্ষে, আগামীকাল খেললে আমার প্রথম ম্যাচ হবে। সত্যি বলতে আমি ভারতের সাথে ম্যাচ খেলতে আমার ভেতর অনেক উত্তেজনা কাজ করছে।'
ছোটোবেলা থেকেই সাইফুদ্দিনের লক্ষ্য ছিল ভারতের বিপক্ষে খেলা। তাই এই ম্যাচে নিজেদের শতভাগ দেয়ার চেষ্টা করবেন বলে জানালেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিশ্বকাপের মূল আসরে এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগানোর অপেক্ষায় থাকবেন তাকে।
'ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ভারতের বিপক্ষে ম্যাচ খেলা। ভালো করি খারাপ করি সেটা আল্লাহর হাতে। চেষ্টা করব শতভাগ দেয়ার জন্য। আর টুর্নামেন্টের শেষের দিকে ভারতের সাথে ম্যাচ আছে আমাদের, সেখানে এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে।'