promotional_ad

বোলাররা এখন রাসেলকেও ভয় পায়ঃ গেইল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল নিজেকে ইউনিভার্স বস দাবি করলেও সতীর্থ আন্দ্রে রাসেলকেও প্রশংসায় ভাসিয়েছেন। বিধ্বংসী মনোভাবের ব্যাটিং করার যাত্রাটা তাঁর হাত ধরে হলেও রাসেলকে পিছিয়ে রাখছেন না তিনি। বোলাররা নাকি এখন রাসেলকেও ভয় পান বলে জানিয়েছেন এই ক্যারিবিয়ান। 


সম্প্রতি সময়ে আইপিএল পারফর্মেন্স বিবেচনা করলে গেইলের তুলনায় রাসেলকেই বিধ্বংসী ক্রিকেটার হিসেবে এগিয়ে রাখতে হবে। কারণ কলকাতার হয়ে এবারের মৌসুমে ২০০'র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।



promotional_ad

গেইল ব্যাটে ঝড় তুলতেও ধারাবাহিক ছিলেন না। যেকারণে এখন ইউনিভার্স বসের দাবি বোলাররা এখন রাসেলকেও ভয় পায়। তাঁর ভাষায়,


‘অবশ্যই আমি ইউনিভার্স বস! কোনো সন্দেহ ছাড়াই! ঝোড়ো ব্যাটিং কীভাবে করতে হয়, সেটা আমিই প্রথম দেখিয়েছি সবাইকে। 


'তবে ঝোড়ো ব্যাটিংয়ের দিক দিয়ে রাসেলও যে খুব বেশি পিছিয়ে তা কিন্তু নয়। বোলাররা রাসেলকেও অনেক ভয় পায়।’



তবে ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় রাসেলের থেকে নিজেকেই এগিয়ে রাখলেন গেইল। তাঁর মতে, রাসেল বেশী শক্তিশালী হলেও ছক্কা হাঁকানোর ক্ষেত্রে বেশী অভিজ্ঞ তিনি নিজেই। 


‘এখানেও আমি আমার নামই বলব। এটা সত্যি যে রাসেল সর্বশক্তি দিয়ে ছক্কা মারে দেখে ওর ছক্কাগুলো তাড়াতাড়ি বাউন্ডারি পার হয়, তবে বেশির ভাগ সময় ওর ছক্কাগুলো হয় ফ্ল্যাট, বেশি উঁচুতে ওঠে না। আমার ছক্কাগুলো সাধারণত আরও বড় বড় হয়, বাতাসে বেশিক্ষণ ধরে থাকে', গেইল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball