'বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, এমনটাই মনে করেন দলটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি জানিয়েছেন, অনেক মানুষ এখনই বলতে শুরু করে দিয়েছে বিশ্বকাপ না জিতলেও চলবে। কিন্তু ভারতকে যেভাবেই হোক হারাতে হবে।
বিশ্বকাপে এখনও পর্যন্ত ছয়বার ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। সবকটি ম্যাচেই হতাশা সঙ্গী হয়েছে পাকিস্তান দলের। পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামামের বিশ্বাস এবার ইতিহাস বদলাতে পারবে তাঁরা।

'ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব মানুষের কাছে অন্যরকমের। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, বিশ্বকাপ না জিতলেও চলবে। ভারতকে হারাতে পারলেই আমরা খুশি। আমি আশাবাদী এ বার ভারতকে আমরা হারাতে পারব। বিশ্বকাপে ভারতের কাছে হারের ইতিহাস এ বারই বদলাতে পারব বলে আশা রাখি।'
এবারের বিশ্বকাপের পাকিস্তান দলটি নিজ হাতেই গড়েছেন ইনজামাম। প্রধান নির্বাচক হিসেবে দল নির্বাচন সহজ ছিল না বলেও মনে করেন তিনি। দল গঠন করা অনেক চাপের বলেও স্বীকার করেছেন তিনি।
'মানুষ মনে করে ১৪-১৫ জন ক্রিকেটারের নাম লিখে ফেললেই একটা স্কোয়াড তৈরি করে ফেলা যায়। কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। প্রচুর চাপ থাকে।'
আসন্ন এই বিশ্বকাপে কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করেন ইনজামাম। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে পাকিস্তান। সাবেক এই পাক দলপতির বিশ্বাস আফগানিস্তানও বড় যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।
'বিশ্বকাপে কোনও দলকেই হাল্কা ভাবে নেওয়াটা ঠিক হবে না। আফগানিস্তানের মতো দল যে কোনও বড় দলকে হারানোর ক্ষমতা ধরে।'