নাস্তানাবুদ হয়েও নির্ভার ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভরাডুবির হওয়ার পরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর বিশ্বাস, মূল ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন দলের ব্যাটসম্যানেরা।
লন্ডনের কেনিংটন ওভালে কিউইদের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ভিরাট কোহলির ভারত। সেই ম্যাচে ব্যাট হাতে এক জাদেজা ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। ৫০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। তবে প্রথম ম্যাচ বলে তেমন দুশ্চিন্তার কারণ দেখছেন না জাদেজা,

'এটি আমাদের প্রথম ম্যাচ। ব্যাটিং নিয়ে তাই চিন্তা করার কিছু হয়নি। আমাদের অভিজ্ঞতা অনেক। এটি শুধুমাত্র একটি ম্যাচ- আপনি একজন ব্যাটসম্যানকে যাচাই করতে পারেন না শুধু একটি খারাপ ইনিংসের মাধ্যমে।'
আগামী ৫ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। এই ম্যাচের আগে ইংলিশ কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে যথেষ্ট সময় পাচ্ছে ভারত। আর সেই কারণে নির্ভার থাকছেন জাদেজাও। তাঁর ভাষ্যমতে,
'আপনি যখনই ইংল্যান্ডে খেলবেন সেটি সর্বদা কঠিন হবে। ভারত থেকে ইংল্যান্ডে এসে লো বাউন্স এবং ফ্ল্যাট উইকেটে শুরুতে ব্যাটিং করা কঠিন। তবে আমাদের এটি নিয়ে কাজ করার অনেক সময় আছে। সুতরাং চিন্তার কিছু নেই।'
সিমিং কন্ডিশনের কথা ভেবে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। তবে মূল টুর্নামেন্টে এই সিদ্ধান্তের তারতম্য হতে পারে বলে উল্লেখ করেছেন জাদেজা,
'আমরা শুরুতে ব্যাটিং করতে চেয়েছিলাম সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে। তবে মূল টুর্নামেন্টে আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারি। তবে আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চাই এবং পারফর্ম করতে চাই। আপনি যদি এ ধরণের ঘাসের উইকেটে খেলেন তাহলেই শুধুমাত্র ফ্ল্যাট উইকেটে খেলা সহজ হবে আপনার জন্য। আমরা এটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম,' বলেন এই অলরাউন্ডার।