promotional_ad

টিভি পর্দায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 


কিন্তু যুক্তরাজ্যের কোনও টিভি চ্যানেলে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ভারতীয় উপমহাদেশের অধিবাসীরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন স্টার স্পোর্টসে। 


এছাড়াও পাকিস্তানে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস এবং টেন স্পোর্টস। অনলাইনেও ম্যাচ দেখার সুবিধা থাকছে ক্রিকেট প্রেমীদের। এর জন্য হটস্টারে চোখ রাখতে হবে তাদের।  



promotional_ad

এদিকে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটির পর আগামী ২৮শে মে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠেয় এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। 


প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের মূল বিশ্বকাপ লড়াই শুরু হবে ২রা জুন। সেদিন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ৫ই জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে দিবা রাত্রির ম্যাচে অংশ নিবে টাইগাররা। 


৮ই জুন কার্ডিফ মাশরাফিদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। পরবর্তীতে ব্রিস্টলে ১১ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ই জুন টন্টনে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে উইন্ডিজকে।  


এরপর যথাক্রমে ২০শে জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউদাম্পটনে, ২রা জুলাই ভারতের বিপক্ষে এজবাস্টনে এবং ৫ই জুলাই পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে মাশরাফি বাহিনী। 



বাংলাদেশ থেকে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি, মাছরাঙ্গা টিভি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আর ভারতের মাটিতে ম্যাচগুলো স্টার স্পোর্টস ছাড়াও সরাসরি সম্প্রচার করবে ডিডি স্পোর্টস এবং ডিডি ন্যাশনাল।


সূত্র-ক্রিকট্র্যাকার ও দ্যা সান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball