promotional_ad

'বোল্ট ও সাউদি কিউই ইতিহাসের সেরা বোলিং জুটি'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতকে ৬ উইকেটে পরাজিত করার পর নিজেদের বোলিং আক্রমণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কিউই পেসার ম্যাট হেনরি। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, টিম সাউদিদের কাছে পাত্তাই পায় নি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত। 


প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৯.২ ওভারে ১৭৯ রানে গুঁটিয়ে গিয়েছিল কোহলি বাহিনী। বোল্ট ৩৩ রানে ৪টি এবং নিশাম ২৬ রানে ৩টি উইকেট নিয়ে ধ্বস নামিয়েছিলেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপে। অপরদিকে সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম এবং লকি ফার্গুসন নিয়েছেন ১টি করে উইকেট। 


বোলিং ডিপার্টমেন্টের এহেন পারফর্মেন্সের পর দল নিয়ে দারুণ আশাবাদী প্রস্তুতি ম্যাচ না খেলা হেনরি। খেলার সুযোগ পাওয়ার থেকেও দলের সাথে থাকাকে বড় করে দেখছেন তিনি। সাউদি এবং বোল্টের বোলিং জুটিকে কিউইদের ইতিহাসের সেরা আখ্যা দিয়ে এই ডানহাতি বলেছেন, 
 
'টিম ও ট্রেন্টের বোলিং জুটিটি সম্ভবত কিউই ইতিহাসের সেরা পেস জুটি। এমন একটি শক্তিশালী বোলিং স্কোয়াডে থাকতে পারাই অনেক বড় ব্যাপার। নিশ্চিতভাবেই আমি নিয়মিত খেলার সুযোগ পাব না। কিন্তু মনোযোগ ধরে রাখা আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ।'



promotional_ad

বিশ্বমানের একটি বোলিং আক্রমণ নিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। বোলিংয়ের ধাঁরের কিছুটা এরই মধ্যে উপলব্ধি করেছে ভারত। হেনরির বিশ্বাস মূল খেলায় পুরো একটি ইউনিট হিসেবে খেলতে পারলে সাফল্য বয়ে আনা সম্ভবপর হবে। তাঁর ভাষায়,  


'আমাদের স্কোয়াডের মূল শক্তি হলো এই বোলিং গ্রুপ। এখানে কাউকে ব্যক্তিগতভাবে দেখলে চলবে না, পুরো ইউনিটটি দেখতে হবে। আর সবার ভূমিকা এখানে পরিষ্কার।' 


উল্লেখ্য এখন পর্যন্ত মোট ৪৩টি ওয়ানডে খেলেছেন ২৭ বছর বয়সী ম্যাট হেনরি। যেখানে ৫.৫২ ইকোনমি রেট এবং ২৬.২১ গড়ে শিকার করেছেন ৭৮টি উইকেট। কিন্তু এরপরেও বিশ্বকাপের একাদশে সুযোগ পাওয়া তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেননা দলটিতে যে রয়েছেন বোল্ট, সাউদি, নিশাম, গ্র্যান্ডহোমদের মতো তারকারা।  


নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডঃ 



কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball