কন্ডিশন পরখ করতে মুখিয়ে টাইগাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নামে গা গরমের ম্যাচ, তাতে কি! এইসব ম্যাচেই কন্ডিশন পরখের সুবিধা পায় সফরকারী দলগুলো। পাকিস্তানের বিপক্ষে কার্ডিফে তাই কন্ডিশন পরখ করে নিতে মুখিয়ে আছে বাংলাদেশ।


ত্রিদেশীয় সিরিজ জয়ীরা দেখে নিতে চায় নিজেদের দুর্বলতাগুলোও। একইসঙ্গে মূল ম্যাচের আগে ভালো পারফর্ম করে চাপ কমানোই লক্ষ্য থাকবে টাইগারদের, জানিয়েছেন দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।


promotional_ad

'প্রস্তুতি ম্যাচ দুইটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কন্ডিশন অনেক ভালো জানা যাবে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার পর। এই ম্যাচগুলোর মাধ্যমেই কন্ডিশনের সাথে আমরা মানিয়ে নিতে পারব। এখানে আমরা নিজেদের যাচাই করতে পারব এবং দুর্বলতার জায়গাগুলো জানতে পারব।


'আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ, গা ছাড়া ভাব নেই। প্রস্তুতি ম্যাচে ভালো খেলতে পারলে মূল ম্যাচে নিজেদের ওপর চাপ কম থাকবে। কারণ বিশ্বকাপের ম্যাচগুলো হাই ভোল্টেজ, প্রস্তুতি ম্যাচে শতভাগ দিতে পারলে মূল ম্যাচে কাজটা সহজ হয়ে যাবে।'


বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রায় এখন পর্যন্ত অপরাজেয় বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচেও হারেনি টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে দলের সাম্প্রতিক পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে, বিশ্বাস মিরাজের।


'অবশ্যই ম্যাচ জিতলে অনেক আত্মবিশ্বাস পাওয়া যায়, প্রস্তুতি ম্যাচ যে এটা আমাদের মাথায় নেই। আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচ ভালো খেলা। পাকিস্তানের বিপক্ষে কালকের ম্যাচে আমাদের নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা থাকবে।


'ম্যাচটা জিতলে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। ত্রিদেশীয় সিরিজেও আমরা ভালো খেলেছি, সে রকম ক্রিকেট খেলতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball