promotional_ad

জার্মানিকে হারিয়ে ইতালির ঐতিহাসিক জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইতালি ক্রিকেট দল নিজেদের টি-টুয়েন্টি ক্রিকেট শুরু করেছে দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে। তাঁরা জার্মানিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে।


ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইতালি। নেদারল্যান্ডসের উটরেক্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে জার্মানরা। ইনিংসের শুরুতে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার ড্যানিয়েল ওয়েস্টন।


এরপর দলীয় ৫ রানে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ভিজয় শংকর চিকান্নাইয়া। এরপর ,আহমেদ হামিদ ওয়ারদেকের ২০ রান ছাড়া আর কেউই দুই অংক ছুঁতে পারেননি।


ফলে ১৬ ওভারে জার্মানির ইনিংস থেমে যায় মাত্র ৫৩ রানে। মিচেল রোজ একাই নেন ৪টি উইকেট। বালজিত সিং, নিকোলস মাইওলো ২টি করে উইকেট নিয়েছেন।



promotional_ad

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানে ওপেনার মানপ্রিত সিংয়ের উইকেট হারায় ইতালি। এরপর নিকোলাস মাইলো ৫ এবং বেনতোতা জয় পেরেরা ২১ রানে ফিরলে কিছুটা চাপে পড়ে ইতালি।


চতুর্থ উইকেটে আবদুল রহমান ১৮ এবং ফিদা হুসেইন ৩ রানে অপরাজিত থেকে ৮.৩ ওভারেই জয় ন??শ্চিত করে মাঠ ছাড়েন। এই দুজনের ব্যাটেই ঐতিহাসিক জয় পায় ইতালিয়ানরা।


সংক্ষিপ্ত স্কোরঃ


জার্মানিঃ ৫৩/১০ (১৬ ওভার)


(আহমেদ ২০*, মুদাসসার ৮; রোজ ৪/১৫)



ইতালিঃ ৫৭/৩ (৮.৪ ওভার)


(পেরেরা ২১, রহমান ১৮*; দওলতজাই ২/১৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball