promotional_ad

স্মিথের সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ভর করে ২৯৭ রানের বড় পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।


টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তাঁরা দলীয় ১৯ রানেই হারায় ওপেনার অ্যারন ফিঞ্চের উইকেট। তিনি মাত্র ১৪ রান করে আউট হয়েছেন।


শুরু থেকে দেখে শুনে খেলতে থাকা ওয়ার্নার ৪৩ রান করে ফিরেন সাজঘরে। ওয়ান ডাউনে নামা সন মার্শের ব্যাট থেকে এসেছে ৩০ রানের ইনিংস। মার্শ ফেরার পর চতুর্থ উইকেটে একটি বড় জুটি গড়েন স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজা।



promotional_ad

এই দুজনে যোগ করেছেন ৭৬ রান। খাওয়াজা ৩১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই ফিরেছেন মার্কুস স্টইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩ রান। অ্যালেক ক্যারি আউট হয়েছেন ৩০ রান করে।


কোল্টার নাইল ফিরেছেন ১ রান করে। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়ে ১০২ বলে ১১৬ রান করে আউট হয়েছেন স্টিভ স্মিথ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় ও ৮টি চারে।


এরপর অ্যাদাম জাম্পা ১ রান করে রান আউট হয়ে ফিরলে পুঁজিটা ৩০০ ছাড়ায়নি অস্ট্রেলিয়ার। বেহেনড্রফ ৪ রান করে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রানে পৌঁছে দিয়েছেন।


ইংল্যান্ডের হয়ে একাই ৪টি উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ১টি করে উইকেট নিয়েছেন মার্ক উড, টম কারেন ও লিয়াম ডসন।



সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়াঃ ২৯৭/৯ (৫০ ওভার)


(স্টিভ স্মিথ ১১৬, খাওয়াজা ৩১; প্লাঙ্কেট ৪/৬৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball