স্মিথের সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ভর করে ২৯৭ রানের বড় পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তাঁরা দলীয় ১৯ রানেই হারায় ওপেনার অ্যারন ফিঞ্চের উইকেট। তিনি মাত্র ১৪ রান করে আউট হয়েছেন।
শুরু থেকে দেখে শুনে খেলতে থাকা ওয়ার্নার ৪৩ রান করে ফিরেন সাজঘরে। ওয়ান ডাউনে নামা সন মার্শের ব্যাট থেকে এসেছে ৩০ রানের ইনিংস। মার্শ ফেরার পর চতুর্থ উইকেটে একটি বড় জুটি গড়েন স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজা।

এই দুজনে যোগ করেছেন ৭৬ রান। খাওয়াজা ৩১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই ফিরেছেন মার্কুস স্টইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩ রান। অ্যালেক ক্যারি আউট হয়েছেন ৩০ রান করে।
কোল্টার নাইল ফিরেছেন ১ রান করে। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়ে ১০২ বলে ১১৬ রান করে আউট হয়েছেন স্টিভ স্মিথ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় ও ৮টি চারে।
এরপর অ্যাদাম জাম্পা ১ রান করে রান আউট হয়ে ফিরলে পুঁজিটা ৩০০ ছাড়ায়নি অস্ট্রেলিয়ার। বেহেনড্রফ ৪ রান করে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রানে পৌঁছে দিয়েছেন।
ইংল্যান্ডের হয়ে একাই ৪টি উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ১টি করে উইকেট নিয়েছেন মার্ক উড, টম কারেন ও লিয়াম ডসন।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৯৭/৯ (৫০ ওভার)
(স্টিভ স্মিথ ১১৬, খাওয়াজা ৩১; প্লাঙ্কেট ৪/৬৯)