বোল্টের তোপে ভারতের ব্যাটিং ধস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৭৭/৪ (১৯ ওভার)
(ধোনী ১১, পান্ডিয়া ৩০)

বিশ্বকাপের মূল আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দলটির। দলীয় ৩ রানে তাঁরা ওপেনার রোহিত শর্মার উইকেট হারায়। তিনি মাত্র ২ রান করে ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন।
এরপর ২ রান করা ধাওয়ানকে টম ব্লান্ডেলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বোল্ট। ৬ রান করা লোকেশ রাহুলকে বোল্ড করে ফিরিয়ে ভারতীয় টপ অর্ডারে ধস নামান বোল্ট।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ব্যক্তিগত ১৮ রানে বোল্ড করে আউট করেন কলিন ডি গ্র্যান্ডহোম। পঞ্চম উইকেটে দারুণ এক জুটি গড়ে ভারতের ইনিংস গড়ার দায়িত্ব নেন মহেন্দ্র সিং ধোনী ও হার্দিক পান্ডিয়া।
নিউজিল্যান্ড একাদশ: কলিন মুনরো, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, রস টেইলর, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোদী।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া,দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামী, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার , যুযব্রন্দ্রা চাহাল।