টেইলরের অনুপ্রেরণায় 'বুড়ো' গেইল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৩ ক্রিকেট বিশ্বকাপেও খেলার প্রত্যাশা করছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান রস টেইলর। এক্ষেত্রে ৩৫ বছর বয়সী এই ডানহাতির অনুপ্রেরণা ক্যারিবিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।
৩৯ বছর বয়সী গেইল এখনও খেলে যাচ্ছেন দোর্দণ্ড প্রতাপে। এবারের বিশ্বকাপেও ঝড় তোলার অপেক্ষায় মুখিয়ে আছেন তিনি। গেইলকে দেখে তাই পরবর্তী আসরে খেলার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন টেইলর। কিউই এই ব্যাটসম্যান জানিয়েছেন,

'আমি চিন্তা করছিলাম যে সম্ভবত এটি আমার সর্বশেষ টুর্নামেন্ট, তবে ক্রিস গেইল আমার অনুপ্রেরণা। তাঁর বয়স এখন ৩৯ এবং সে এখনও খেলছে। সুতরাং আমি যদি পরবর্তী টুর্নামেন্ট (বিশ্বকাপ) পর্যন্ত ফিট থাকি তাহলে কে জানে হয়তো খেলতেও পারি।'
কিউইদের গয়ে এখন পর্যন্ত ২১৮টি ওয়ানডেতে ৪৮.৩৪ গড়ে ৮০২৬ রান সংগ্রহ করেছেন টেইলর। যেখানে তিনি হাঁকিয়েছেন ২০টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফসেঞ্চুরি। নিউজিল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যান নিজের রেকর্ড নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁর ভাষায়,
'আমি সন্তুষ্ট এখন পর্যন্ত যেভাবে চলে এসেছে। আমি নিজের ওপর খুব বেশি চাপ নেয়ার চেষ্টা করছি না। এটি শুধুমাত্র পরিস্থিতি অনুযায়ী খেলার বিষয়। আশা করি আমি আমার ফর্ম ধরে রাখতে পারব।'
উল্লেখ্য আগামী ১লা জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।