promotional_ad

টানা হারে ক্লান্ত পাকিস্তানকে পাচ্ছে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের ময়দানে নামার আগে পাকিস্তানের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 


পাকিস্তানিদের মুখোমুখি হওয়ার আগে অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে যথেষ্ট এগিয়েই থাকবে টাইগাররা। কারণ সম্প্রতি আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে তারা। দলের সদস্যরাও রয়েছেন দারুণ ফর্মে। 


ব্যাট হাতে গত সিরিজে তিনটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার সৌম্য সরকার। ৬৪.৩৩ গড়ে ১৯৩ রান করেছিলেন তিনি তিন ম্যাচে। অপরদিকে আরেক ওপেনার তামিম ইকবাল পেয়েছিলেন দুটি হাফসেঞ্চুরি। চার ম্যাচে ৪৪ গড়ে ১৭৬ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। 


ফর্মে ছিলেন সাকিব আল হাসানও। ৩ ম্যাচে ১৪০ গড়ে তাঁর রান সংখ্যা ছিল ১৪০। যেখানে ২টি হাফসেঞ্চুরি হাঁকান তিনি। সুতরাং সবমিলিয়ে বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ বলা চলে।


বোলিং নিয়েও আপাতদৃষ্টিতে সমস্যা নেই দলে। আয়ারল্যান্ড সফরে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ম্যাচে সমান সংখ্যক উইকেট নিয়ে সামর্থ্যের প্রমাণ আরো একবার দিয়েছিলেন অধিনায়ক মাশরাফিও।



promotional_ad

আর আবু জায়েদ রাহির কথা উল্লেখ না করলেই নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৫ উইকেট নিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। ইংলিশ কন্ডিশনে তাঁর সুইং বোলিং যে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে তা আর বলার অপেক্ষা রাখে না।  


মুদ্রার উল্টো পিঠ অবশ্য পাকিস্তান শিবিরে। ইংল্যান্ডের বিপক্ষে টানা ৪টি ম্যাচে পরাজিত হয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খোয়াতে হয়েছে সরফরাজ আহমেদের দলকে। এরপর বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে পরাজয় বরণ করে নিতে হয়েছে তাদের। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছেও ধবল ধোলাই হতে হয়েছে। টানা ম্যাচ হারতে থাকা পাকিস্তানের অবস্থা বেশ নাজুক। 


তবে দলটিতে রয়েছে বাবর আজম, ইমাম উল হক, ফখর জামানদের মতো প্রতিভাবান ব্যাটসম্যান, যারা জ্বলে উঠতে পারলে জয় অসম্ভব কিছু নয় পাকিস্তানের জন্য। ইংলিশদের বিপক্ষে গত সিরিজে ৫ ম্যাচে ৫৫.৫০ গড়ে ২৭৭ রান করেছিলেন বাবর। হাঁকিয়েছিলেন ১টি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরি।


৪ ম্যাচে ২৭৪ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার ইমাম। ১১৭ গড়ে ব্যাটিং করা এই বাঁহাতির ছিল ১টি সেঞ্চুরি। ফর্মে ছিলেন ২৯ বছর বয়সী ওপেনার ফখরও। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫ ম্যাচে ৪০ গড়ে ২০০ রান। ১টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।


ব্যাটিং লাইন আপ নিয়ে তেমন সমস্যা না থাকলেও বোলিংয়ের দুশ্চিন্তায় থাকতে হবে পাকিস্তানকে। কারণ গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে নির্বিষ বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। ফলে চার ম্যাচের সবগুলোতেই তিনশ ছাড়ানো স্কোর পেয়েছিল ইংলিশরা।


বলার মতো পারফর্মেন্স ছিল শুধু ইমাদ ওয়াসিম এবং শাহেন শাহ আফ্রিদির। ৫ ম্যাচে ৬.৩৭ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার ইমাদ। যেখানে ৮.১৬ রেটে ৪ ম্যাচে ৫ উইকেট শিকার করেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার আফ্রিদি। সুতরাং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে জয় পেতে হলে বোলারদের পারফর্ম করতে হবে অবধারিতভাবেই।  



বাংলাদেশ স্কোয়াডঃ 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত।


পাকিস্তান স্কোয়াডঃ  


সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball