promotional_ad

২০০৭ এর 'অপরিপক্ক' তামিমকে চান না বাশার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৭ বিশ্বকাপের 'অপরিণত' তামিম ইকবালকে এবারের টুর্নামেন্টে আশা করছেন না সাবেক অধিনায়ক এবং টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের টপ অর্ডারের মূল ভরসা তামিমে পরিপক্কতা দেখতে চান তিনি।


বিশ্বকাপের সেই আসরে ১৮ বছরের টগবগে তরুণ ছিলেন তামিম। তখনকার সেই তরুণ তামিমই ছিলেন সেবারের টুর্নামেন্টে ভারত বধের অন্যতম নায়ক। ৫৩ বলে ৫১ রানের ঝলমলে একটি ইনিংস খেলে নিজের আগমনী বার্তা বিশ্বকে জানান দিয়েছিলেন তিনি। আর সেই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার সুমনের বাংলাদেশ দল। 



promotional_ad

এরপর কেটে গিয়েছে প্রায় ১২টি বছর। কালের পরিক্রমায় অনেক বেশি পরিণত হয়েছেন তামিম। ব্যাটিংয়ে এসেছে অভিজ্ঞতার ছাপ এবং পরিপক্বতা। সেই তামিম এবং এই তামিমের মধ্যে তাই বিস্তর ফারাক দেখছেন সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের নির্বাচক বাশার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,


'সেই তামিম ছিল অপরিপক্ক। তাঁর খেলায় ছিল তারুণ্যের সতেজতা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সে ১০ বছর কিংবা তার বেশি সময় পার করেছে। আমাদের ২০১৯ সালে এসে তাঁর কাছ থেকে সেই ধরণের খেলা প্রত্যাশা করা উচিৎ নয়। সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী, তবে আমি তাঁকে অনেক বেশি পরিণত ব্যাটসম্যান হিসেবে বিবেচিত করছি যে কিনা টপ অর্ডারে থিতু হতে সক্ষম।' 


তবে ব্যাটিংয়ে পরিবর্তন আসলেও ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে চিরাচরিত মারকুটে তামিমকেই প্রত্যাশা করছেন জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বাশার। ক্যারিয়ারের শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গীতে খেলতে অভ্যস্ত তামিম ইংল্যান্ডের হাই স্কোরিং মাঠে হতে পারেন টাইগারদের তুরুপের তাস, বিশ্বাস সাবেক এই টাইগার দলপতির। 



তামিমের প্রতি তাঁর প্রত্যাশা, 'অবশ্যই আপনি সেই তামিমের কথা বলছেন যে কিনা অবাধে ব্যাটিং করতে পছন্দ করতো, ইংল্যান্ডের মাটিতেও তাঁর সেই খেলাটি খেলা উচিৎ হবে যেখানে বড় স্কোর অবশ্যম্ভাবী।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball