বিশ্বকাপের সেরা পাঁচে থাকতে চান রুবেল

ছবি: ছবিঃ ফেসবুক

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একাদশে নিয়মিত সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে আসন্ন বিশ্বকাপের সেরা উইকেট শিকারীদের একজন হতে চান টাইগার পেসার রুবেল হোসেন।
কার্ডিফে শুক্রবারের অনুশীলন শেষে মিডিয়ার সামনে এমনটা জানান জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার। আপাতত রুবেলের লক্ষ্য সেরা পাঁচ উইকেট শিকারীর একজন হওয়া।
'আমি আপ্রাণ চেষ্টা করব ভালো বল করার। চেষ্টা থাকবে দলের জয়ে যেন আমি অবদান রাখতে পারি, অংশীদার হতে পারি। আর যদি প্রথম থেকে সুযোগ পেতে থাকি সব ম্যাচে, ভালো বোলিংও করি তাহলে চেষ্টা থাকবে সেরা পাঁচে (উইকেট শিকারির তালিকা) জায়গা করে নেওয়ার।'

ইংল্যান্ডের উইকেটে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে দলের পেসারদের। ইনিংসের শুরুতে নতুন বলে সুইং করতে পারে ইংলিশ কন্ডিশনে।
সেই সুবিধা কাজে লাগাতে হবে পেসারদেরই। এছাড়া মাঝের ওভারগুলোতে ব্রেক থ্রু এনে দেওয়া অথবা ডেথ বোলিংয়ে রান আটকে রাখার কঠিন কাজটাও পেসারদেরই করতে হবে।
তবে স্পিনারদের ভুমিকাও থাকছে ম্যাচে। এসব বিষয় নিয়ে নিয়মিতই আলোচনা করছেন দলের বোলাররা, জানিয়েছেন রুবেল। তাঁর ভাষ্যমতে,
'এখানে জিততে হলে পেস বোলারদের ভালো বোলিং করতেই হবে। তাঁদের উপরে অনেক কিছু নির্ভর করে। তো এটা আমাদের পেসারদের জন্য চ্যালেঞ্জ। এখানে কিভাবে কম রান দিবো, বেশি উইকেট নিব- সবকিছুই চ্যালেঞ্জ।
'তো এটা নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। কিভাবে ডেথ বোলিং করব, কিভাবে মিডল ওভারগুলো করব বা কিভাবে নতুন বলে বল করব- সবকিছু নিয়েই আলোচনা করছি আমরা।'