হাসপাতালে মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে বড় বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক ইয়ন মরগান ফিল্ডিং অনুশীলনের সময় বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন।
মরগান শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য নিজেকে তৈরি করছিলেন। সেখানেই তিনি চোট পেয়েছেন। অনুশীলন শেষে তাকে এক্স-রে করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ইংল্যান্ড দলের পক্ষ থেকে।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, 'ইয়ন মরগান আজ সকালে তার বাম হাতের আঙুলে চোট পেয়েছেন অনুশীলনের সময়। সতর্কতা অবলম্বনের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।'
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে মূলত সতর্কতার জন্যই মরগানকে এক্স-রে করানো হয়েছে। তাঁর রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আগামী ৩০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে। আসন্ন এই বিশ্ব আসরের আগে কোনো ভাবেই দলটি তাদের অধিনায়ককে হারাতে চাইবে না।