করুনারত্নের অধিনায়কত্বে সমাধান দেখছেন সাঙ্গাকারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত দুই-আড়াই বছর ধরেই অধিনায়কত্ব নিয়ে সমস্যা ভোগ করছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমালকে অধিনায়ক করেও সমাধান হয়নি। তবে দিমুথ করুনারত্নে সেই সমস্যার সমাধান দেখছেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
ম্যাথিউস ও চান্দিমালের বিরুদ্ধে অভিযোগ ছিল দল নির্বাচনে দুজনই হস্তক্ষেপ করতেন। করুনারত্নের সেই সমস্যা নেই বলেই মনে করেন সাঙ্গাকারা।

'নতুন দুই বলে কাউকে ইনিংস ধরে রাখার সামর্থ্য লাগবে, লম্বা সময় খেলার জন্য। করুনারত্নে একজন নতুন মুখ এবং নতুন অধিনায়ক। গত দুই আড়াই বছর আমরা যে সমস্যা ভোগ করেছি (অধিনায়কত্ব নিয়ে) তাঁর মধ্যে সেই সমস্যা নেই। সে কিভাবে খেলতে চায় বা সে কেমন দল চায় এটা নিয়ে তাঁর কোনো নিজস্ব মতামত নেই।'
গত দুই-আড়াই বছর ধরেই টেস্টে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন করুনারত্নে। সাঙ্গাকারা মনে করেন টেকনিক্যালি দারুণ ভালো ব্যাটসম্যান শ্রীলঙ্কার বর্তমান দলপতি।
তাঁর দক্ষতা বিশ্বকাপে লঙ্কানরা কাজে লাগাতে পারবে বলে বিশ্বাস সাবেক এই লঙ্কান অধিনায়কের। দলের সবাই ধারাবাহিক রানের মধ্যে আছে। এটা দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের জন্য অপরিহার্য বলে মনে করেন সাঙ্গাকারা।
'দিমুথ করুনারত্নে একজন দক্ষ খেলোয়াড়। টেকনিক্যালি সে খুবই ভালো। গত দুই বছর টেস্টে দারুণ ভাবে সফল হয়েছে সে। দল নির্বাচন বিশৃঙ্খল হয়েছে তবে দল নির্বাচন উভয় ভাবেই ভালো হয়েছে এবং ভালো খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে। দলের সবাই ধারাবাহিক ভাবে রান করছে। যা আত্মবিশ্বাসের জন্য অপরিহার্য।'