আজগরই আমার অধিনায়কঃ নাইব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ঠিক এক মাস আগে আফগানিস্তানের অধিনায়কত্ব হারিয়েছিলেন আজগর আফগান। কিন্তু আজগরকে এখনও নিজের অধিনায়ক মানছেন নতুন দায়িত্ব পাওয়া অলরাউন্ডার গুলবাদিন নাইব।
আজগর আফগানের অধীনে ক্রিকেট বিশ্বে সফলতা পেয়ে আসছিল আফগানিস্তান। তাঁর হাত ধরেই বিশ্বকাপের কোয়ালিফাইয়িং পর্ব পাড়ি দিয়েছিলেন নবি-রশিদরা। কিন্তু হুট করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাঁকে।

বিশ্বকাপের ঠিক মাস খানেক আগে দলের অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে আসে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক নাইবের অধীনে ইতিমধ্যে জয় পরাজয় দুটিরই স্বাদ পেয়েছে আফগানরা। নাইব অবশ্য যেকোন পরামর্শ নিতে আজগরের কাছেই ছুটে যান। এখনও তাঁকেই নিজের অধিনায়ক হিসেবে মান্য করেন। নাইবের ভাষায়,
'আজগর আফগান এখনও আমার দলপতি। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমি অধিনায়ক হলেও সে আমাকে অনেক সাহায্য করেছে।
'তাঁর থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়েছি ম্যাচের সময়। সে আমার কাছে তাই বাকি খেলোয়াড়দের মত না, এখনও সে আমার দলপতি।'
এই নিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে মাঠে নামতে যাচ্ছে আফগানরা। আগামী ২রা জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গুলবাদিন নাইবের দল।