ক্ষুধার্ত আমলা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে ছন্দে ফেরার প্রত্যাশা করছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। রান করার ব্যাপারে আগের থেকে নিজেকে অনেক বেশি ক্ষুধার্ত দাবি করেছেন তিনি।
ব্যাট হাতে সাম্প্রতিককালে খুব ভালো ফর্মে নেই প্রোটিয়া এই ওপেনার। গত বছর থেকে এখন পর্যন্ত মোট ১৬টি ইনিংসে ৩৫.২৬ গড়ে ৫২৯ রান সংগ্রহ করেছেন আমলা। অথচ তাঁর ক্যারিয়ার ব্যাটিং গড় ৪৯.৭৪। সেই কারণে এবার বিশ্বকাপে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নামার প্রতীক্ষায় আছেন আমলা।

'আমি যে আগের থেকে অনেক বেশি ক্ষুধার্ত এতে কোনো সন্দেহ নেই। আমি নিজেকে ধন্য মনে করতাম এই শার্টটি (জার্সি) পড়তে পেরে, তবে সময়ের সাথে সাথে আমি বেশ শক্তভাবে ফিরে এসেছি প্রতিবার। এটি আমার তৃতীয় বিশ্বকাপ, সুতরাং আমি জানি সবকিছুর ব্যাপারে,' বলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ইংল্যান্ডের মাটিতে ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৫৬.৭৩ গড়ে ৮৫১ রান সংগ্রহ করেছেন হাশিম আমলা। হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি। ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজেও দারুণ খেলেছিলেন আমলা। সেই সিরিজে ৩ ইনিংসে ৫০.৬৭ গড়ে ১৫২ রান করেছিলেন তিনি। এবার সেই পারফর্মেন্সের প্রতিফলন দেখাতে চান বিশ্বকাপের মঞ্চেও। আমলার ভাষ্যমতে,
'ইংল্যান্ডের মাটিতে আমার রেকর্ড বেশ ভালো এবং আমি সর্বদা এখানে খেলতে পছন্দ করি। আমরা ইংল্যান্ডে সম্প্রতি খেলেছি এবং সাফল্য পেয়েছি তাদের বিপক্ষে। আমিও তাদের বিপক্ষে ভালো খেলেছিলাম।'
উল্লেখ্য আগামী ৩০শে মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল।