বিশ্বকাপ শুরুর আগে রশিদ খানের হুঙ্কার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে শুধু কাগজে কলমে ভালো দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান না আফগানিস্তান ক্রিকেট দলের তারকা স্পিনার রশিদ খান। নিজেদের স্কিল এবং শক্তিমত্তার প্রমাণ বিশ্ববাসীকে দেখাতে মুখিয়ে আছেন তিনি।
গত ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র একটি জয় পেয়েছিল আফগানিস্তান। তবে এরপর থেকে উত্তরোত্তর উন্নতি করেছে দলটি। সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানরা গত বছরের এশিয়া কাপে হারিয়েছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে।

এবার বিশ্বকাপেও নিজেদের সামর্থ্যের জানান দিতে চাইছে তারা। রশিদ খান বলেছেন, 'আমাদের স্কিল আছে, সবই আছে। আমরা বিশ্বকে দেখাতে চাই যে আমরা শুধু কাগজে কলমে ভালো নই।'
আসন্ন বিশ্বকাপে চাপের মুখে নুইয়ে পড়া থেকে বিরত থাকবে আফগানরা, বিশ্বাস করছেন রশিদ। একই সাথে এশিয়া কাপের পারফর্মেন্স এখানেও বজায় রাখতে পারবে তাঁর দল প্রত্যাশা করছেন তিনি। ২০ বছর বয়সী এই লেগ স্পিনারের ভাষায়,
'আমরা এর আগে চাপের মুখে ভালো খেলতে পারিনি, তবে আমি মনে করি এই বিশ্বকাপে আমরা বড় দলগুলোকে হারাতে পারব এবং এশিয়া কাপের মতো ভালো ক্রিকেট খেলতে পারব। আমাদের এখন সময় এসেছে কিছু দেয়ার।'
উল্লেখ্য বর্তমানে আইসিসি র্যাংকিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ আগামী ১লা জুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে আফগানরা।